নারী উদ্যোক্তাদের আদর্শ মানবী তাসনুভা আনোয়ার


বাংলাদেশের লাখো নারী উদ্যোক্তা দের  ভালবাসার নাম তাসনুভা আনোয়ার । তিনি তরুন সমাজের একজন আদর্শ মানবী। তার অবদান সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে চলে গেছে আরোও বহু দূর। আজ অনেকেই তাসনুভার রেফারেন্সে বাজার মুল্যের চেয়ে কম কোর্স ফি তে অনেক ট্রেইনিং নিচ্ছে বড় বড় প্রতিষ্ঠান থেকে আর সাজিয়ে নিচ্ছে নিজের স্বপ্নের ব্যবসা।কমার্শিয়াল এই যুগে ফেইসবুক গ্রূপের এডমিনরা যেখানে টাকার বিনিময়ে ক্রয় বিক্রয়ের সুযোগ দিচ্ছেন সেখানে তাসনুভা তার অন্যতম বৃহৎ গ্রূপ গার্লস প্রায়োরিটি থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেখানকার উদ্যোক্তাদের সেল পোষ্ট, লাইভ করার সুযোগ দিচ্ছেন, শুধু তাই নয় , ট্রেড ফেয়ারের আয়োজন করে উদ্যোক্তাদের দিচ্ছেন সরাসরি বিক্রয়ের সুযোগ এবং তাদের পরিচিতি বাড়ানোর এক বিশাল সম্ভাবনা। তাসনুভা আনোয়ারের সম্পর্কে যতটা বলা হবে সেটা তার জন্য কম হয়ে যাবে, তিনি এতোটাই জনপ্রিয় এতোটাই কর্ম মুখোর এবং সমাজসেবী। আমাদের তাসনুভার সাথে তার একান্ত  কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে।আমরা আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। 

৪৬৫০০০ সদস্যা বিশিষ্ট ফেইসবুক গ্রূপ গার্লস প্রায়োরিটি আপনার একটি সফল উদ্যোগ যেখানে আপনি সকল নারী উদ্যোক্তাদের একটি সফল প্লাটফরম করে দিয়েছেন । আপনার এই পথ চলার শুরুর গল্পটা আমরা জানতে চাই। 

তা. আ. আমার বাবা এবং মা। বাবা রোটারিয়ান এবং মা চট্টগ্রাম লেডিস ক্লাব এর সম্মানিত সদস্য।ছোট থেকেই অসুস্থদের নিয়ে, নাড়ীদের নিয়ে এবং অভাবীদের নিয়ে অনেক কাজের উদ্যোগ নিতে দেখেছি। সেখান থেকেই আমার গার্লস প্রায়োরিটি খোলার আগ্রহ আসে। আর এভাবেই প্রায় ৫ বছর ধরে ট্রেইনিং,ওয়ার্কশপ, চাকরির সুযোগ এবং নাড়িদের নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যোগাতে অনবরত উদ্যোগ নিয়েছি। তাই আজ অনেক নাড়ী সাফল্য অর্জন করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে গার্লস প্রায়োরিটি গ্রূপের মাধ্যমে।

এখন আপনি গার্লস প্রায়োরিটি ছাড়া  আর কি কি বিষয় নিয়ে কাজ করছেন ?

তা. আ. গার্লস প্রায়োরিটির পাশাপাশি বেস কিছুদিন চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট এডভাইজর হিসেবে এবং ব্রিটিশ কাউন্সিলে ডেপুটেশন অফিসার হিসেবে কাজ করেছি। বর্তমানে গার্লস প্রায়োরিটির পাশাপাশি ফুড প্রায়োরিটি নামক একটু ফুড গ্রুপ নিয়ে কাজ করছি।

আপনার ক্যারিয়ার এর সফলতা,প্রাপ্তি সম্পর্কে জানতে চাই।

তা. আ.  গত ২০ সেপ্টেম্বর ২০২০ নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য “জাতীয় কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২০” গ্রহন করেছি।

২০১৭ সালে বেস্ট অফ চিটাগাং এওয়ার্ড পেয়েছি। ২০১৮ তে দৈনিক পূর্বকোণ থেকে পরিবর্তন এর কারিগর এওয়ার্ড পেয়েছি।

২০১৮ তেই মেয়র আ জ ম নাসির এর সাথে উত্তরিও এওয়ার্ড পেয়েছি।

২০১৯ এ পাঠাও থেকে বেস্ট এন্টারপ্রেনার এওয়ার্ড পেয়েছি।

২০১৯ এই চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (নিজ শিক্ষা প্রতিষ্ঠান) থেকে গার্লস প্রায়োরিটি গ্রুপের জন্য সম্মাননা পেয়েছি।

কোনো কিছুর অভাব অনুভব করেন? যা আপনার স্বপ্নের লক্ষ্যে আরো দ্রুত পৌছে দিতে পারতো।

তা. আ. আমার বাবা ২০১৭ সালে মারা যান। আমার বাবা আমার জন্য সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি উনি পাশে থাকলে এর দিগুণ এগিয়ে যেতে পারতাম।

আপনার এই সমাজসেবা মূলক কাজের পিছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ?

তা. আ. সমাজসেবা মূলক কাজের পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি আমার মা এর কাছ থেকে। পাশাপাশি আমার সাথে কর্মরত সব এডমিন প্যানেল। বিশেষ করে এডমিন আমেনা চৈতির অবদান সীমাহীন।

তরুন সমাজের জন্য কিছু বলুন যারা অনলাইন উদ্যোক্তা হওয়ার কথা ভাবছে।

তরুন সমাজের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করা। এর পাশাপাশি যেহেতু অনলাইনে সহজেই এখন প্রতিষ্ঠান ছাড়া ব্যবসা করা যায়, সেক্ষেত্রে যে বিষয়ে তাদের দক্ষতা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো ধৈর্য ধরা এবং চাহিদা বুঝতে পারা। যারাই আজ সফল উদ্যোক্তা তাদের সফলতার চাবিকাঠি তাদের ধৈর্য এবং চেষ্টা।ধন্যবাদ।

আপনাকেও অশেষ ধন্যবাদ আপনি আপনার মুল্যবান সময় বের করে নারীদের উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা “ অনুপ্রেরণা” তে অংশ নিয়েছেন। প্রিয় পাঠক ,আশা করছি একজন উদ্যোক্তা হতে তাসনুভা আনোয়ারের উপদেশ গুলো আপনাদের দিক নির্দেশক হিসেবে কাজ করবে।সমাজসেবা মূলক কাজে তাসনুভা এগিয়ে যাক আরোও সামনে,তার সকল গঠন মূলক কাজ হোক সাফল্যমন্ডিত, এই আমাদের শুভ কামনা ।


Leave a Reply

Your email address will not be published.