যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে মেয়েরাও পিছিয়ে নেই। আইটি জগতে নারীদের অবদান অতুলনীয়। আবেদা হোসেন সুইটি সেই আইটি যোদ্ধাদের একজন। ডিসকভার সফট আইটি এর তরুন এই সিইও ফ্রিল্যান্সিং জগতের নতুন ফ্রিল্যান্সারদের পথ নির্দেশনা দিতে সদা জাগ্রত।তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত অগনিত তরুন তরুনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করছেন এবং সাজিয়ে নিচ্ছেন নিজের স্বপ্নের ক্যারিয়ার।আজ আমরা আবেদা হোসেন সুইটির সাথে কথা বলবো, জানবো তার ক্যারিয়ার সংগ্রাম এবং সফলতার কথা।
আপু আপনার প্রথম পথ চলা সম্পর্কে জানতে চাই, কবে থেকে আছেন এই ফ্রিল্যান্সিং এর জগতে?
২০১৩ সাল থেকে আছি ফ্রিল্যান্সিং পেশায় । গুগল এ্যাডসেন্স নিয়ে কাজ করতাম। এখন কাজের পরিধি বেড়ে গেছে।
আপনার ডিসকভার সফট আইটি সম্পর্কে কিছু বলুন?
আমাদের ডিসকভার সফট আইটি তে আমরা ফ্রিল্যান্সিং বিষয়ক সকল প্রকার সার্ভিস দিয়ে থাকি। যেমন আউটসোরসিং এন্ড ফ্রিল্যান্সিং , ভিপিএন এন্ড ভিপিএস প্রোভাইড, ডোমেইন এন্ড হোস্টিং প্রোভাইড, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস, গুগোল এডওয়ার্ড মার্কেটিং, পেপাল সাপোর্ট এন্ড লিমিট পেপাল সল্যুশন, এডভান্স ইউটিউব মার্কেটিং , অনলাইন আরনিং ট্রেইনিং সিডি, ই-কমার্স সল্যুশন ,এফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। এপর্যন্ত অসংখ্য ছাত্র ছাত্রী আমাদের এখান থেকে কাজ শিখে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিয়েছে, স্বাবলম্বি হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের বিশ্বস্ততার কারনে অনেকেই বারবার আইটি বিষয়ক বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকেন এখান থেকে।
আপনার এই স্বপ্নের প্রতিষ্ঠান Discover Soft IT প্রতিষ্ঠার পেছনে কারও প্রেরণা আছে?
ডিসকভার সফট আইটি হল আমার সপ্নের অফিস,যা আমি আর আমার এক বান্ধবি মিলেই প্রতিষ্ঠা করেছি। অনুপ্রেরণা অনেকের আছে এতে, আমার মা আমাকে সবচেয়ে বেশি সার্পোট করেছেন। আর আমার মামা যিনি আমাকে অনেক কাজ শিখিয়েছেন।
এখন আপনি আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি আর কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন?
এখন আমি কাজ করছি সিপিএ মার্কেটিং, আম্যাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে। পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসাবে আছি ইনস্ট্রাকটরিতে
অল্প কথায় আপনার ক্যারিয়ার এর সফলতা, অনলাইন আয় সম্পর্কে জানতে চাই।
অল্প কথায় বলতে গেলে কাজ শুরু ২০১৩ কিন্তু আর্নিং পেয়েছি ২০১৪ সালের শেষের দিকে আ্যামাজন থেকে। আমার বুঝতে আর শিখতে সময় লেগেছে কারন সেই সময়ে ইউটিউব এত সহজ ছিল না। অনেক কষ্ট করেই সব শিখেছিলাম তাই ইনকাম আসতেও একটু সময় লেগেছিল।
কোন কিছুর অভাব বোধ করেন? যা আপনার স্বপ্নের লক্ষে আরও দ্রুত পৌঁছে দিতে পারতো?
এখন কোনো অভাব বোধ করি না। কিন্ত শুরুর দিকে ছিল যা একটু আগেই বলেছি।
তরুণ সমাজের জন্য কিছু বলুন যারা অনলাইন এ আয় করার কথা ভাবছে।
তরুন দের জন্য বলব এই পেশায় আসতে হলে ১ম দরকার ধৈর্য , ২য় সময় এবং ৩য় কাউকে ফলো করতে হবে, আর চতুর্থ নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে আগে।আগে নিজেদের গুছিয়ে নিতে হবে।তারপর আর্নিং অটোমেটিক আসবে।
আবেদা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার মুল্যবান সময় দিলেন এবং আমি বলবো আপনি তরুন্দের জন্য অবশ্যই একজন অনুপ্রেরনীয় ব্যক্তিত্ব। পাঠক আপনাদের আইটি বিষয়ক যে কোন সমস্যারর সমাধান পেতে আপনারাও তার প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। আবেদা আপুর এই উদ্যোগ সকল দক্ষ ফ্রীল্যান্সারদের অনুপ্রানিত করুক, তারাও এগিয়ে আসুক নতুনদের দিকে হাত বাড়াতে, এই শুভ কামনাই করছি।