ঘরে তৈরী মজাদার রামেন


উপকরনঃ

  • চিকেন ব্রেস্ট
  • পেঁয়াজ পাতা
  • কাঁচা মরিচ
  • টমেটো সস
  • সয়া সস
  • লবন
  • টেস্টিং সল্ট
  • তেল
  • ময়দা
  • ডিম
  • গোল মরিচের গুড়া

রন্ধন প্রনালীঃ

  • চিকেন ব্রেস্ট স্লাইস করে কেটে সামান্য লবন দিয়ে গরম পানিতে সিদ্ধ দিতে হবে কমপক্ষে ৩ ঘন্টা।
  • এক কাপ ময়দার সাথে সাথে সাম্য লবন মিশিয়ে ৩ টেবিল চামুচ ভোজ্য তেল আর একটা ডিম দিয়ে ডো বানাতে হবে।
  • ময়দার ডো দিয়ে রুটি বেলে একটা চাকু দিয়ে চিকন করে কেটে নিতে হবে। এটাই নুডুলস।
  •  সেদ্ধ চিকেন ব্রেস্টগুলো তুলে নিয়ে ওই পানিতে নুডুলস গুলো সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে এলে তুলে ফেলতে হবে, পানি ফেলে দেওয়া যাবে না।নুডুলস ও ঠাণ্ডা পানিতে দেওয়া যাবে না।
  • একটা প্যানে সামান্য তেল দিয়ে সেদ্ধ চিকেন ব্রেস্ট গুলো আলতো করে ভেজে নিতে হবে, খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙ্গে না যায়।
  • আর একটা পাত্রে তেল নিয়ে তাতে কাঁচা মরিচ, সেদ্ধ নুডুলস, টমেটো সস, সয়া সস, টেস্টিং সল্ট, পরিমান মতো লবন, গোল মরিচের গুড়া দিয়ে কষিয়ে নিতে হবে।
  • একটা ডিম ফুটন্ত গরম পানিতে ঠিক ৭ মিনিট ফুটিয়ে হাফ বয়েল করে নিতে হবে।
  • এখন একটা বড় বোউলে প্রথমে নুডুলস, ফ্রাই করা চিকেন ব্রেস্ট, হাফ বয়েল ডিম মাঝ বরাবর কেটে সাজিয়ে নিতে হবে, এখন চিকেন ব্রোথ মানে চিকেন ও নুডুলস সেদ্ধ করা পানিটা বোউলে ঢেলে দিতে হবে। উপরে পছন্দ মতো টমেটো, পিঁয়াজের পাতা কুঁচি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ঘরে তৈরী রামেন।

Leave a Reply

Your email address will not be published.