কুমিল্লার খাদি রানী মুক্তা আকতার


বাংলাদেশের বিখ্যাত শহর কুমিল্লার ঐতিহ্যবাহী কাপড় ‘খাদি’র নাম কে না জানে। খাদির পাঞ্জাবি তো এদেশের ছেলেদের কাছে প্রচন্ড জনপ্রিয় ছিলো। এই খাদি তৈরী হয় তাঁতে। মাটির নিচে গর্ত করে পায়ে চালানো প্যাডল দ্বারা এ কাপড় তৈরি হতো, খাদ থেকে তৈরি হতো বলে এর নাম হয় খদ্দর বা খাদি। কুমিল্লার চান্দিনা, মুরাদনগর ও দেবিদ্বারে সহস্রাধিক খাদির তাঁত শিল্প রয়েছে। বর্তমান যুগের হাল ফ্যাশনের কাপড়ের ভিড়ে খাদি এখনও মাথা উঁচু করে আছে আভিজাত্যের প্রতিক হিসেবে। খাদি তাঁতিরা প্রানপন চেষ্টা করে যাচ্ছে খাদি শিল্পকে বাঁচিয়ে রাখতে। অনেকেই এই তাঁতিদের পাশে এসে দাড়িয়েছে খাদি শিল্পকে আকরে ধরে রাখার উদ্যোগ নিয়ে। তারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চাহিদা অনুযায়ী খাদি পৌঁছে দেওয়ার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ। তেমনি একজন কুমিল্লার মেয়ে মুক্তা আক্তার কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। প্রত্যন্ত অঞ্চলে থেকেও তাঁর স্বপ্ন খাদি পৌঁছে দিবে দেশী ক্রেতা ছাড়িয়ে প্রবাসীদের মাঝেও। সরাসরি তাঁত থেকে সংগ্রহ করে ন্যায্য মুল্যে খাদি নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আজ আমরা তাঁর সাথে কথা বলে জানবো তাঁর উদ্যোগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এই যাত্রা সম্পর্কে আসুন জেনে নেয়া যাক মুক্তা আকতারের নিজের মুখ থেকে- 

 

আপনার অনলাইন উদ্যোক্তা হবার শুরুর গল্পটা বলুন, কবে থেকে আপনি অনলাইন বিজনেস করছেন এবং কুমিল্লার খাদি কেন বেছে নিলেন ব্যবসার জন্য?

পরিবারে মেজো মেয়ে আমি। ছোট বেলায় আব্বু মারা যায়। তখন আমি ৫ম শ্রেনিতে পড়ি এখন ভাইবোন আর আম্মুকে নিয়ে আমার পরিবার। আব্বু নেই এটা বড় ভাই বোনরা কখনো বুঝতে দেয়নি। ছোট বেলা থেকেই আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন ছিলো। নিজে টিউশন করে নিজের পড়াশোনার খরচ বহন করতাম।ফেব্রুয়ারি ২০২০ আমি ফেইসবুক গ্রূপ উইমেন্স এন্ড ই-কমার্স মানে উই তে একটিভ হই তখন থেকে খাদি নিয়ে লেখা পড়ে জানার চেষ্টা করি। অনলাইন বিজনেস তখন থেকে শুরু। একটা অনলাইন পেইজ খুলি “খাদিরাণী”। নিজের পরিচয় তৈরী করা শিখার জন্যই রাজীব স্যার কে অনুসরণ করি। এই প্ল্যাটফর্মে এসেই উদ্যোক্তা হওয়াতে আগ্রহী হই এবং তার ধারাবাহিকতায় আমি পড়াশোনা করি নিজ জেলার বিখ্যাত খাদি কাপড় নিয়ে।  খোঁজ নিয়ে দেখি খাদি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই বিলুপ্ত প্রায় খাদিকে আবার সবার সামনে তুলে ধরার জন্য খাদিরাণী উদ্যোগের সূচনা ঘটায়। ইনশাআল্লাহ খাদিরাণী উদ্যোগ কে সামনে নিয়ে খাদিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই খাদিরাণীর ক্ষুদ্র প্রয়াস। ১/খাদি কর্মসংস্থান তৈরি করে। প্রান্তিক মানুষের অর্থনীতির স্বাধীনতা দিতে পারে খাদি।

খাদি কাপড়ের শাড়ি

খাদি কাপড় গুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন, এ ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি না তা জানতে চাচ্ছি। 

খাদি কাপড় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমি সরাসরি তাঁতি থেকে কাপড় সংগ্রহ করে থাকি। সে ক্ষেত্রে প্রথমে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে তাঁতি রা প্রায় কাজ ছেড়েই দিয়েছিলো অনেক কষ্ট করে বহু খুঁজাখুঁজি করার পর সন্ধান পাই। দিন দিন খাদি কাপড়ের চাহিদা বাড়তে থাকায় আলহামদুলিল্লাহ এখন অনেক খাদি কাপড় কুমিল্লার দোকান গুলো থেকে শুরু করে তাঁতিদের কাছে আছে। যার অবস্থা আগে খুব নাজুক ছিলো। আমি তাঁতিদের কাছ থেকেই খাদির কাপড় সংগ্রহ করে থাকি।

খাদি সূতার প্রসেসিং

কাজের ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হতে হয়েছিল? কিভাবে সেই বাধা অতিক্রম করেছেন তা যদি একটু বলতেন আমাদের?

খাদি নিয়ে কাজ করার সময় অনেক বাধা এসেছে, যেমন ক্রেতার প্রথম সন্দেহ থাকে যে কুমিল্লার অরিজিনাল খাদি কাপড় কিনা। আবার অনেকে মনে করেন খাদি কাপড় মোটা হয়, খাদি মানেই অফ হোয়াইট রঙের হবে। এমন আরো অনেক সমস্যা বা প্রশ্ন কাস্টমাররা করতো। তখন আমি খাদি নিয়ে কাজ করার পাশাপাশি এর সম্পর্কে সব তথ্য ঘেঁটে বেড় করে জানতে শুরু করলাম। সব কিছু পানির মতন সহজ হয়ে গেলো, সেই তথ্যগুলো দিয়েই আবার কাস্টোমারদের বলে বোঝাতাম।

খাদির পাঞ্জাবি

একসাথে অনেক অর্ডার আসলে নিজস্ব কাজের পাশাপাশি কিভাবে ম্যানেজ করেন?

আমি একসাথে ৩০০গজেরও বেশী কাপড় ডেলিভারি দিয়েছি। এবং চাহিদা অনুযায়ী অনেক কাপড় আমাদের কালেকশনে আছে।  একসাথে অনেক বেশি অর্ডার আসলে তাঁতি কুমিল্লার এবং নিজস্ব হওয়াতে ভরসা করে বেশি অর্ডার নিতে পারি। এবং আমি নিজেই সব টা দেখাশোনা করি খাদিরাণী উদ্যোগের, প্রয়োজন হলে লোক নিয়োগ দেয়ার ব্যবস্থা ও আছে।

খাদির শাড়ি

খাদি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা জানতে চাই।

খাদি নিয়ে আমার যত স্বপ্ন কল্পনা জল্পনা। খাদি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে। এখন খাদি নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, খাদিতে পাঞ্জাবী, কুর্তি, থ্রি পিস, শাড়ি, ফতুয়া, কাতুয়া, গামছা, বাচ্চাদের পোষাক এবং ব্যাগ থেকে শুরু করে শীতের চাদর জুতা গাউন সব কিছু আমার খাদিরাণী উদ্যোগে থাকবে।  আর অবশ্যই স্বপ্ন দেখি একটা শো রুম দেয়ার যেখানে খুব বড় করে খাদিরাণী লিখাটা থাকবে। সাথে সাথে খাদি নিয়ে সভা সেমিনার এবং মিডিয়া টেলিভিশনে প্রচার প্রচারণা করার পরিকল্পনা রয়েছে। আমার আসল উদ্দ্যেশ্য তো খাদি শিল্পকে আরোও মজবুত করা এবং সকলের কাহে পৌঁছে দেয়া। খাদি আমাদের কুমিল্লার গর্ব।

খাদি গজ কাপড়

কোন কিছুর অভাব বোধ করেন যা আরও দ্রুত আপনার কাজের সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারতো?

আমি আমার ইনভেস্টমেন্ট নিয়ে কিছু টা চিন্তায় আছি, কারণ খাদির সব কালেকশন এক করার জন্য এবং আমার যে পরিমাণ অর্ডার হয় সে কারণে মাঝে মাঝে হিমসিম খেতে হয়। সাথে সাথে আমার একটা কম্পিউটার প্রয়োজন তাহলে আমার কাজ গুলো আরো সহজ এবং সুন্দর ভাবে পরিচালনা করতে পারবো। সাথে সাথে আমার লোকেশন টাও আমার অনেক বড় সমস্যা কুমিল্লার সীমান্তবর্তী গ্রাম হওয়াতে নেট সমস্যা খুব যার জন্য আমার অনলাইনে কাজ করতে খুব ই সমস্যায় পরতে হয়।এই সমস্যা গুলো কাটিয়ে উঠতে পারলে ইনশাআল্লাহ সফলতার ধাপ টা আরো দ্রুতএগিয়ে যাবে।

খাদি কাপড়

বিদেশী বা প্রবাসীদের কাছে আপনার পণ্যের চাহিদা কেমন?

বিদেশী বা প্রবাসী কাস্টমারদের কাছে ব্যপক সাড়া পাচ্ছি। অনেকেই খাদি নিতে আগ্রহ প্রকাশ করেন আবার অনেকেই আমার শুধু যে খাদি নেন তা নয় এর সম্পর্কে তথ্যও জানতে চান এবং এর সঠিক মুল্যায়ন তারা করছেন। বিশেষ করে প্রবাসী ছেলে কাস্টোমারদের কাছে খাদির পাঞ্জাবি খুবই সমাদৃত। সবার খুব ভালো রিভিউ দিয়েছে এবং সন্তুষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। 

যারা আপনার মতো নিজস্ব উদ্যোগে কিছু করতে চায় তাদের জন্যে কিছু পরামর্শ দিন।

আমি চাই কুমিল্লার খাদির প্রচার এবং প্রসার হোক। যারা খাদি নিয়ে বা যে কোন দেশীয় পণ্য নিয়ে নিজস্ব উদ্যোগে কাজ করতে চায়, যে পণ্য টা নিয়ে কাজ করবে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তাহলে শুরু করা উচিত।তাহলে কাজ করতে গিয়ে হোঁচট খেতে হবে না এবং সব চেয়ে দরকারি পরামর্শ হলো কাপড়ের গুনগত মান ঠিক রাখা।

আপনাকে অশেষ ধন্যবাদ মুক্তা আপু। আপনার এই খাদি শিল্পকে ধরে রাখার মজবুত করার প্রয়াস সফল হোক এই শুভকামনাই করছি। আশা করি আপনি আপনার সকল সমস্যা কাটিয়ে আরোও দ্রুততর গতিতে সাফল্যের চূরায় উত্তির্ণ হবেন। প্রিয় পাঠক আপনাদের এটাই বলবো, দেশীয় পণ্য কিনে হই ধন্য। আমাদের বিখ্যাত কুমিল্লার প্রসিদ্ধ শিল্প খাদির কাপড় কিনতে ক্লিক করুন খাদিরানীতে।


Leave a Reply

Your email address will not be published.